জনসাধারণের মাঝে পর্যটন সচেতনতা বৃদ্ধি এবং পর্যটনের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস-২০১৮ উদযাপন করে ‘ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব)’।
বিশ্ব পর্যটন দিবস ও টিডিআরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে নতুন পুরাতন সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের মিলন মেলা বসেছিল।
সন্ধ্যার পর থেকে মাঝ রাত পর্যন্ত চলে পর্যায়ক্রমে কেক কাটা, পরিচিতি পর্ব, আলোচনা, গান-বাজনা এবং খাওয়া-দাওয়া।
সংগঠনের কর্মকর্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশের পর্যটন বিকাশে সকলকে একযোগে কাজ করার পরামর্শ দেন।
News Source: https://sarabangla.net
If you want to use the photo it would also be good to check with the artist beforehand in case it is subject to copyright. Best wishes. Aaren Reggis Sela
If you want to use the photo it would also be good to check with the artist beforehand in case it is subject to copyright. Best wishes. Aaren Reggis Sela